নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নৌ পুলিশের সদস্যরা সোমবার দুপুর ১টার দিকে এ মরদেহ উদ্ধার করে। চার দিন আগে সে নিখোঁজ হয়।
সুজন মাহমুদ নামে ওই কলেজছাত্র বন্দর উপজেলার দক্ষিণ কলাবাগ এলাকার বাসিন্দা। তিনি সরকারি তোলারাম কলেজের ছাত্র ছিলেন।
নৌ পুলিশের নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ নিউজবাংলাকে জানান, সোমবার শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় সুজনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তার মাথার পেছনের অংশে কাটা চিহ্ন ছিল।
ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয়েছে। মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া জানান, ১৪ জানুয়ারি সুজন মাহমুদ তার কলেজের এক বন্ধুর একটি অনুষ্ঠানে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। তখন সুজনের ভাই শাহ জামান বন্দর থানায় একটি সাধারন ডায়েরি করেন।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি ফখরুদ্দিন।