রাঙ্গামাটির বিলাইছড়ি থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলার ফারুয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকা থেকে রোববার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার সাত জন হলেন চাইলগ্য ত্রিপুরা, বলিয়াম ত্রিপুরা, বিরমনি ত্রিপুরা, বিষ্ণমনি ত্রিপুরা, লক্ষণ ত্রিপুরা, জীবন ত্রিপুরা ও বীর বাহাদুর ত্রিপুরা। তারা সবাই পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ওই সাত জনের কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র, আটটি কার্তুজ, বিস্ফোরক দ্রব্য, দুটি চাকু ও একটি চেক বই জব্দ করা হয়।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই দিন ধরে ওই এলাকায় অভিযান চালাচ্ছিল যৌথবাহিনী। সে অভিযানে সাত জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তাদের বিরুদ্ধে বিলাইছড়ি থানায় বিস্ফোরক ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।