জামালপুরের বকশীগঞ্জে চাচার সঙ্গে জমিতে চাষ করতে গিয়ে ট্রাক্টর থেকে পড়ে ছাদিকুর নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ছাদিকুর উত্তর কামালপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় সেইফ একাডেমীর দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
ছাদিকুরের স্বজনরা নিউজবাংলাকে জানায়, উত্তর কামালপুর গ্রামের জালাল মিয়ার ছেলে জিকারুল ইসলাম ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এক সময় জিকারুলের ভাতিজা (চাচাতো ভাইয়ের ছেলে) ছাদিকুর ট্রাক্টরের ওপর চড়ে বসে। তাকে নিয়েই কাজ করছিলেন জিকারুল। হঠাৎ ছাদিকুর ট্রাক্টর থেকে পড়ে যায়। ট্রাক্টরের নিচে পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে।
ছাদিকুরের পরিবার ময়নাতদন্ত না করার আবেদন করলে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি।