রংপুরের বদরগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
মেয়েটির বাবা সোমবার সকালে বদরগঞ্জ থানায় এ মামলা করেন।
মামলায় বলা হয়, রোববার সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর বাওচন্ডী কচুয়াপাড়া গ্রামে এই ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।
মেয়েটির বড় ভাই অভিযোগ করে বলেন, ‘ ওই যুবক আমার বোনকে নিজ বাড়িতে ডেকে নেয়। আমি বোনকে ওই বাড়িতে খুঁজতে গেলে তার দরজা বন্ধ পাই। এরপর দরজায় ধাক্কা দিই, কিন্তু খোলে না। পরে দরজা খুলে বোনকে বের করে আনি। বাড়িতে এসে আমার বোন জ্ঞান হারিয়ে ফেলে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন আক্তার বলেন, ‘মেয়েটির জ্ঞান রয়েছে। তবে সে কথা বলছে না। তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক জুলফিকার আলী নিউজবাংলাকে জানান, ওই ছাত্রীকে প্রথম বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সন্ধ্যায় পাঠানো হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরিফ আলী নিউজবাংলাকে জানান, ওই যুবক ঘটনার পর থেকে পলাতক। আমরা তদন্ত করছি।