নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে পোশাক কারখানার এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
নবীগঞ্জ গুদারাঘাট এলাকায় সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ সাদ্দাম হোসেন রনি নবীগঞ্জের অলেম্পিয়া হাউজ এলাকার মোসলেম উদ্দিন ভূঁইয়ার ছেলে। স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পোশাক কারখানায় যাওয়ার জন্য সকাল ৯টার দিকে গুদারাঘাট থেকে ট্রলারে ওঠেন রনি। অতিরিক্ত কুয়াশার কারণে যাত্রীবোঝাই ট্রলারটি মাঝনদীতে ডুবে গেলে নিখোঁজ হন তিনি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন নিউজবাংলাকে জানান, ঘনকুয়াশার মধ্যে অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রলারটি মাঝনদীতে উল্টে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও সাতাঁর না জানায় রনি ডুবে যান। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে।