ঘটনার পর রোববার বিকেলে রিপনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিল্লালকে উদ্ধারে এখনও তল্লাশি চালাচ্ছে বাহিনীর ডুবুরি দল।
গোপালগঞ্জের মধুমতি নদীতে বালুভর্তি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের এক জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এখনও খোঁজ মেলেনি অপর শ্রমিকের।
শনিবার গভীর রাতে জেলার সদর উপজেলার তালা অংশে মধুমতিতে ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই সময় ট্রলারে ঘুমন্ত তিন শ্রমিকের মধ্যে রুহুল আমিন তীরে উঠতে সক্ষম হন। ডুবে যান রিপন চৌকিদার ও বিল্লাল হোসেন।
দুই শ্রমিকের বাড়িই ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে।
খুলনা ফায়ার সার্ভিসের ফায়ার লিডার আবুল বাশার জানান, ঘটনার পর রোববার বিকেলে রিপনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিল্লালকে উদ্ধারে এখনও তল্লাশি চালাচ্ছে বাহিনীর ডুবুরি দল।