ঘনকুয়াশায় বন্ধ থাকা দৌলতদিয়া-পাটুরিয়া ও বাংলাবাজার-শিমুলিয়ার পর চালু হয়েছে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের ফেরি চলাচলও।
এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ সাড়ে ১০ ঘণ্টা বন্ধ ছিল। কুয়াশায় দুর্ঘটনা এড়াতে এই পথে রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১০টায় আবারও চলাচল শুরু হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান।
বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি বন্ধ করা হয় ভোর পাঁচটায়। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ জানান, কুয়াশা বাড়ায় ফেরির মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে আসে। তাতে ফেরি চলাচল অসম্ভব। দুর্ঘটনা এড়াতেই ফেরি বন্ধ রাখা হয়।
তিনি জানান, বেলা ১১টা থেকে সেখানে ফেরি চলাচল শুরু হয়।
সবশেষ দুপুর সাড়ে ১২টায় চালু হয় শরীয়তপুর-চাঁদপুর নৌপথের ফেরি চলাচল। ভোর ৩টার দিকে এই পথে ফেরি বন্ধ হওয়ায় ঘাটে যানবাহন আটকে দেখা দেয় তীব্র জট। ঘাট চালু হওয়ার পর স্বাভাবিক হয় যান চলাচল।