চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামি মো. রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছন আদালত।
রোববার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মো. নুরুল ইসলাম এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রুবেলের বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার আরিফুল হক বলেন, যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মামলায় বলা হয়, ২০১৬ সালের আগস্টে বোনের শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে ফটিকছড়ির ভুজপুর থানার পাগলীছড়ি এলাকায় আসামি মো. রুবেল ওই শিশুকে জোর করে ধর্ষণ করে। এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে ভুজপুর থানায় মামলা করে ওই ছাত্রী দিনমজুর বাবা।
পরবর্তীতে পুলিশ রুবেলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিলে বিচারক বিচার শুরুর আদেশ দেন।আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন।