বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বেলতলি হাফেজিয়া মাদ্রাসার শিশু শিক্ষার্থী স্বাধীন টয়লেটে যাবার কথা বলে ক্লাস থেকে বের হয়েছিল। এরপর তার মরদেহ মিলেছে মাদ্রাসার পাশের নদীর তীরে।
গাংনাই নদীর তীর থেকে রোববার বেলা সাড়ে ১১টার দিকে আট বছরের শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বাধীন আমতলি মাছপাড়া গ্রামের আলম মিয়ার ছেলে। সে ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিল।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, শনিবার সন্ধ্যায় টয়লেটে যাবে বলে মাদ্রাসার ক্লাস থেকে বের হয় স্বাধীন। এরপর সে আর ফিরে আসেনি। রোববার ১১টার দিকে মাদ্রাসা থেকে ১০০ গজের মতো দূরে নদীর তীরে তার মরদেহটি পাওয়া যায়।
তিনি বলেন, ‘স্বাধীনের শরীরে আমরা প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পায়নি। তবে আমাদের ধারণা, তাকে মেরে ফেলা হয়েছে।’এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।