কক্সবাজার টেকনাফ সীমান্তের নাফ নদী থেকে পাঁচ লাখ ২০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি কিরিচ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
রোববার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি জানান, শনিবার গভীর রাতে দমদমিয়া বিওপির সদস্যরা মিয়ানমার থেকে বড় ধরনের মাদকের চালান আসার খবর পান। তারা নাফ নদীতে স্পিডবোট ও কাঠের নৌকায় এবং স্থলভাগে কৌশলে অবস্থান নেন।
এর কিছুক্ষণ পর নাইট ডিভাইস দিয়ে তারা দেখেন নাফনদীর মধ্যবর্তী লালদ্বীপ থেকে একটি কাঠের নৌকায় ৩-৪ জন জাদিমোরা উমরখাল পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। তখন বিজিবি তাদের ঘেরাও করে। এ সময় হঠাৎ দুষ্কৃতকারীরা এলোপাতাড়ি গুলি ছোরা শুরু করে।
আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি করলে মাদক কারবারিরা গুলিবিদ্ধ হয়ে নদীতে লাফ দেয়। তাদের নৌকায় তল্লাশি চালিয়ে পাঁচ বস্তা ইয়াবা, একটি দেশীয় বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি কিরিচ উদ্ধার করা হয়।
পাচারকাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করা গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।