মৌলভীবাজারের জুড়ীতে একটি টিনশেড মার্কেট আগুনে পুড়ে গেছে। এতে তিন-চারটা দোকান পুুড়ে গেলেও কেউ হতাহত হননি।
উপজেলার কামিনীগঞ্জ বাজারে শিশুপার্ক এলাকার বলাই চেয়ারম্যানের মার্কেটে শনিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন নিউজবাংলাকে জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোথা থেকে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে কেউ কেউ বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
স্থানীয় জায়েদুল হোসেন জানান, আগুন দেখে প্রথমে তারা কয়েক জন মিলে বালতিতে করে পানি এনে নেভানোর চেষ্টা করেন। কিন্তু এভাবে আগুন না নিভলে ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরও জানান, মার্কেটে পুরাতন কাপড় ও প্লাস্টিকের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।