বরিশালের বানারীপাড়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি ও তার ছেলে নিহত হয়েছে। আহত হয়েছে আরেক ছেলে।
উপজেলার শেষ প্রান্তে ঝালকাঠি সদরের রামচন্দ্রপুরের সংযোগ সড়কে শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বীরমহল গ্রামে।
স্থানীয়রা জানান, সুমন হাওলাদার মোটরসাইকেলে তার দুই ছেলে মিসকাত হাওলাদার ও হাসিব হাওলাদারকে নিয়ে যাচ্ছিলেন।
বানারীপাড়া-ঝালকাঠি সংযোগ সড়কে তাদের মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাবা ও দুই ছেলে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক সুমন হাওলাদার ও তার চার বছরের ছেলে হাসিব হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
১১ বছরের মিসকাতের চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে বলে জানান চিকিৎসক কবির হাসান।
বানারীপাড়া ও ঝালকাঠি সদর থানা পুলিশ ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করেছে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।