করোনার টিকা নেয়ার পর বিভিন্ন দেশে পার্শ্বপ্রতিক্রিয়ায় নানা সমস্যার কথা জানা গেছে। কোথাও কোথাও মৃত্যুও হয়েছে। বাংলাদেশে টিকা দেয়া নিয়ে আগেই এমন নেতিবাচক সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
শনিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ আহ্বান জানান তিনি।
জাহিদ ফারুক টিকা প্রদান কার্যক্রমে গঠিত জেলা কমিটির উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা থেকে জনগণকে বাঁচাতে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। যে করেই হোকে প্রথম দফাতেই টিকা আনতে হবে। কে বেশি দাম রাখলো কিংবা কে কম সেটা দেখার সময় এখন নয়। আমরা আগেই টাকা পাঠিয়েছি। বিশ্বে করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। এ নিয়ে ভয়ের কিছু নেই।’তিনি বলেন, ‘করোনার টিকা নিতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্রপতিরা টিকা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করছেন। সে জন্য সংবাদমাধ্যমের সহায়তা করতে হবে।
‘টিকা নেয়ার পর যদি কোনো ইনসিডেন্ট ঘটে সেটিকে মেনে নিতে হবে। সেগুলো ফলাও করে প্রচার করলে জনগণ উৎসাহ হারাবে। এ নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ না করাই ভালো।’
জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক শহিদুল ইসলাম, সিভিল সার্জন মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক জসিম উদ্দিনসহ অনেকেই।
বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, ‘বরিশাল থেকে প্রথম ধাপে ৫০ হাজার করোনা টিকার জন্য মন্ত্রণালয়ে চাহিদা পাঠানো হয়েছে। জেলায় ৬ লাখ ভ্যাকসিন প্রিজার্ভ করার সক্ষমতা আছে।’