চুয়াডাঙ্গায় আট কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় হোসেনকে।
জিনারুল একই উপজেলার হানুর বাড়াদী গ্রামের বাসিন্দা।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ র্যাব-৬-এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদে সরোজগঞ্জে এক ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় র্যাব। সেখানে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের উপর থেকে মাদক কারবারি জিনারুলকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তার কাছ থেকে উদ্ধার করা হয় আট কেজি গাঁজা, একটি মোবাইলফোন ও একটি সিম কার্ড। সে ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি। ওই ঘটনায় তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করা হয়েছে।