চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পরে রোমেলা খাতুন নামের ৮০ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
জেলার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনের কাছে শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমেলা খাতুনের বাড়ি সদর উপজেলার বড়শলুয়া গ্রামে।
স্থানীয়রা জানান, উপজেলার সেনেরহুদা গ্রামে রোমেলা খাতুনের ভাতিজা জখম আলী বৃহস্পতিবার মারা যান। তার সন্তানদের দেখার জন্য রোমেলা শনিবার বেলা ১১টার দিকে সেনেরহুদা গ্রামে যাচ্ছিলেন। পথে পুরাতন বিজিবি ক্যাম্পের সামনের রেলগেট পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক আসাদুজ্জামান জানান, বৃদ্ধার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।