বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।
নিহত দুজনই বাসের যাত্রী ছিলেন। তাদের মধ্যে এক জনের নাম জানা গেছে। তিনি ৪২ বছর বয়সী জামাল।
জামাল বগুড়া শাজাহানপুর উপজেলার উমরদীঘি গ্রামের বাসিন্দা। আরেক জনের নাম এখনও জানা যায়নি। বাসটি বগুড়া যাচ্ছিল, আর ট্রাকটি যাচ্ছিল ঢাকায়।
আবুল কালাম আজাদ বলেন, ‘বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন বাসযাত্রী নিহত হয়েছেন। আহত ছয় জনের নাম পরিচয় এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।