চাঁদপুরের ফরিদগঞ্জে এক দম্পতিকে তাদের ছেলে ও ছেলের বউ পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি তাদের গায়ে অটোরিকশার ব্যাটারির অ্যাসিড পানি নিক্ষেপ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই দম্পতি।
উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব বদরপুর গ্রামের নির্যাতনের শিকার বোরহান উদ্দিন (৬৫) ও পারভিন বেগম (৪৫) দম্পতি শুক্রবার ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
বোরহান উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে আমি ও আমার স্ত্রী ভাত খাচ্ছিলাম। এ সময় রান্নাঘর থেকে ধোঁয়া আসায় আমি আমার ছেলে নুরে আলম ও ছেলের বউ নিশু বেগমকে ধোঁয়ার কথা বলি। এ নিয়ে কথা বলায় ছেলে ও তার বউ আমাকে ও আমার স্ত্রীকে বকাঝকা শুরু করে। একপর্যায়ে তারা লাঠি দিয়ে আমাদের এলোপাতাড়ি মারতে শুরু করে এবং অটোরিকশার ব্যাটারির অ্যাসিড পানি আমাদের মুখে নিক্ষেপ করে।’
পারভিন বেগম বলেন, ‘মারধর ও অ্যাসিডের পানি নিক্ষেপ করায় আমাদের মুখে কালো দাগ পড়েছে এবং শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে। পরে প্রতিবেশীরা উদ্ধার করে আমাদের চিকিৎসার ব্যবস্থা করেন। আমরা এই ঘটনা স্থানীয় চেয়ারম্যানকে জানিয়েছি। শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করেছি।’
এ ব্যাপারে রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর ফরুক বলেন, ‘বোরহান উদ্দিন ও তার স্ত্রী পারভিন বেগম আমার কাছে এসেছিলেন। পারভিন বেগম নুরে আলমের সৎ মা। ঘটনা শুনে আমি তাদের থানায় অভিযোগ করার পরামর্শ দিই।’
এই ব্যাপারে নুরে আলম বা তার স্ত্রী নিশু বেগমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘পরিবারটি অনেক দরিদ্র। বোরহান উদ্দিন ও তার স্ত্রীর ভরণপোষণ নিয়ে প্রায়ই ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে ঝগড়া হতো। গতকাল তারা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’