খাগড়াছড়িতে এক অপরিণত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শহরের আনন্দনগর এলাকায় রাস্তার পাশে ড্রেনের কাছে শুক্রবার সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
কারা নবজাতকটি ফেলে গেছে, তা জানা যায়নি।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক নয়নময় ত্রিপুরা বলেন, মাতৃগর্ভে শিশুর ভ্রুণ পানির মতো এক ধরনের তরল আবরণে আবদ্ধ থাকে। একে চিকিৎসকদের ভাষায় অ্যাম্নিওটিক ফ্লুইড বলে। এ অবস্থায় শিশুর জন্ম খুবই দুর্লভ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে মরদেহটি উদ্ধার করা হয়। কেউ হয়তো পরিচয় গোপন রাখতে নবজাতকটি ফেলে গেছে।
ডিএনএ সংগ্রহের জন্য মরদেহটি খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।