সিলেট জেলা আইনজীবী সমিতির (বার) নির্বাচনে এটিএম ফয়েজ পুনরায় সভাপতি হয়েছেন। ভোট গণনা শেষে শুক্রবার ভোরে তাকে সভাপতি ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান ও ফজলুল হক সেলিম সমান ভোট পাওয়ায় কাউকে জয়ী ঘোষণা করা হয়নি। এ পদে আবার ভোট হতে পারে বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতির ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রথম সহসভাপতি পদে একেএম ফখরুল, দ্বিতীয় সহসভাপতি পদে পান্না লাল দাস, প্রথম যুগ্ম সম্পাদক পদে শিব্বির আহমদ বাবলু, দ্বিতীয় যুগ্ম সম্পাদক পদে মোমিনুর রহমান টিটু, সমাজবিষয়ক সম্পাদক হিসেবে আজিম উদ্দিন, সহসমাজবিষয়ক সম্পাদক মকসুদ আহমদ ও লাইব্রেরি সম্পাদক পদে আব্দুল মুকিত অপি নির্বাচিত হয়েছেন।
আলীম উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার ও মইনুল হক সহকারী নির্বাচন কমিশনার হয়েছেন।
এ ছাড়া সহসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কবির আহমদ, কাওসার আহমদ ও মোবারক হোসাইন। আর কার্যনির্বাহী সদস্য হয়েছেন ১১ জন।
প্রধান নির্বাচন কমিশনার এমদাদুল হক জানান, নির্বাচনে এক হাজার ৬১০ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৩৪৬ জন।