দুইদিনের ভোগান্তির পর শুক্রবার যানজট কমেছে ঢাকা-আরিচা মহাসড়কে। তবে যানবাহনের চাপের কারণে চলাচলে এখনও রয়েছে ধীরগতি।
মহাসড়কের সাভারে সালেহপুর সেতুর ঢাকাগামী লেনের একাংশে বুধবার দুপুরে ফাটল দেখা দেয়। দুর্ঘটনার আশঙ্কায় বুধবার সন্ধ্যা থেকে এই লেনে যান চলাচল বন্ধ করে ঢাকামুখী যানবাহনকে মানিকগঞ্জমুখী লেন দিয়ে পারাপার করানো হয়।
এতে তীব্র যানজট দেখা দেয়, বৃহস্পতিবার রাত পর্যন্ত এ মহাসড়কে যাত্রী ও চালকদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়। শুক্রবার ছুটির দিনে সকালে কোনো যানজট ছিল না মহাসড়কে।
আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুস সবুর খান নিউজবাংলাকে বলেন, 'এক লাইনেই গাড়ি চলছে। দেখা যাচ্ছে যে লাইনে গাড়ি বেশি সিরিয়াল হয়ে যাচ্ছে, তখন অপজিট সাইড বন্ধ করে সে লাইনে যেতে হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ যানজট নেই।'
তবে ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি আছে এখনও। বৃহস্পতিবার থেকেই অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর হেঁটে পাড়ি দিয়েছেন কয়েক কিলোমিটার পথ।