বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাসপাতালের আবাসিক এলাকায় গাঁজা গাছ সদৃশ গাছ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ জানুয়ারি, ২০২১ ২১:৪৫

সদর হাসপাতালের আবাসিক এলাকায় গাঁজা গাছের মতো দেখতে অনেক গাছ জন্মেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে গাঁজা গাছের মতো দেখতে অনেক গাছ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর হাসপাতালের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫ শতাধিক গাঁজার গাছ সদৃশ গাছ উদ্ধার করে সদর থানা পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, সদর হাসপাতালের আবাসিক এলাকায় গাঁজা গাছের মতো দেখতে অনেক গাছ জন্মেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ওই এলাকার ৮-৯ টি জায়গা থেকে আনুমানিক পাঁচ শতাধিক গাঁজা গাছ সদৃশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

তিনি আরও জানান, গাছগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য রাজশাহী মাদক পরীক্ষাগারে পাঠানো হবে। গাঁজা গাছ প্রমাণিত হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সাজিদ হাসান জানান, হাসপাতালের আবাসিক এলাকায় গাঁজা গাছের মতো দেখতে গাছ বেড়ে ওঠার বিষয়টি জানা নেই। লোকবল সঙ্কটের কারণে ওই এলাকা পরিস্কার পরিচ্ছন্নতার কাজে বিঘ্ন ঘটছে। তবে, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালের আবাসিক এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করা হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর