গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বাদিনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আজির হোসেনের বাড়ি বাদিনারপাড়া গ্রামে। তিনি একজন অবসরপ্রাপ্ত কনস্টেবল ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল হোসেন বলেন, 'জমি নিয়ে দীর্ঘদিন ধরে আজিরের সঙ্গে সৎ ভাই ছাত্তার ও তার ছেলেদের বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি। এ সময় ছাত্তার ও তার লোকজন আজিরকে লাঠি দিয়ে পেটায়। পরে গুরুতর আহত অবস্থায় আজিরকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর পরই গা ঢাকা দিয়েছেন ছাত্তার ও তার ছেলেরা। তাদেরকে ধরতে অভিযান চলছে।