দুই শিক্ষকের সঙ্গে অসদাচরণ, শিক্ষা কার্যক্রমে বাধা সৃষ্টিসহ নানা অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে শৃঙ্খলা বোর্ড এই শাস্তি ঠিক করেছে।
পৃথক ঘটনায় র্যাগিংয়ের অভিযোগে ইংরেজি ডিসিপ্লিনের পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।
শৃঙ্খলা বোর্ডে সদস্য সচিব ও ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। শাস্তিপ্রাপ্তরা অ্যাকাডেমিক কাউন্সিলের কাছে তাদের শাস্তির বিষয়ে আপিল করতে পারবে।
গত বছরের ১ জানুয়ারি কিছু শিক্ষার্থী কয়েকটি বিষয়ে দাবি তুলে ক্যাম্পাসে সমাবেশ করেন। তখন দুই শিক্ষক অ্যাকাডেমিক ভবনে যাওয়ার পথে তাদের পথরোধ করেন। শিক্ষার্থীরা ওই দুই শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগে বলা হয়েছে।
দুই শিক্ষক এ ঘটনায় ঘটনায় ক্ষুব্ধ হন। পরে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। শিক্ষকদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। অভিযুক্ত দুই শিক্ষার্থীর মধ্যে ইতিহাস ও সভ্যতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমামুল ইসলামকে শৃঙ্খলা কমিটি দুই বছরের (চার টার্ম) জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে।
অপর শিক্ষার্থী বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোবারক হোসেন নোমানকে এক বছরের (দুই টার্ম) জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।