শেরপুরে রাস্তায় কুড়িয়ে পাওয়া ১ লাখ ৬২ হাজার টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিলেন কলেজছাত্র মো. আরিফুল ইসলাম ।
তিনি শেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া তালুকবাড়ির মোহাম্মদ আলী তালুকদারের ছেলে।
বুধবার সকালে আরিফ মোটরসাইকেলে করে শেরপুর শহরে আসার পথে খোয়ারপাড় হামিদা কাবাব ঘরের সামনে রাস্তার ওপর টাকার একটি বান্ডেল পড়ে থাকতে দেখেন।
মোটরসাইকেল থামিয়ে টাকার বান্ডেলটি উঠিয়ে নেন তিনি। গুনে দেখেন, তাতে ১ লাখ ৬২ হাজার টাকা রয়েছে। পরে আরিফ তার চাচা শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলীম তালুকদারের কাছে ঘটনাটি জানালে তিনি মিডিয়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার ও কবি তালাত মাহমুদের শরণাপন্ন হন।
অনেক খোঁজাখুঁজির পর তারা টাকার প্রকৃত মালিকের সন্ধান পান। বৃহস্পতিবার বিকেলে শেরপুর শহরের বটতলা এলাকায় শ্যামলবাংলা ২৪ ডটকম এর অফিসে টাকার মালিক নৌহাটা মহল্লার বাসিন্দা শিবু চন্দ্র দত্তকে ডেকে এনে ১ লক্ষ ৬২ হাজার টাকার বান্ডেলটি বুঝিয়ে দেয়া হয়।