ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে এক মন্দিরের পুরোহিতের স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার কালু দাসের বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, পূর্ব পাইকপাড়া এলাকার একটি বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন স্থানীয় একটি মন্দিরের পুরোহিত। ওই বাসার ছাদে বসে প্রায়ই মাদক সেবন করতেন কালু দাস। বৃহস্পতিবার দুপুরে পুরোহিতের স্ত্রী বাসার ছাদে কাপড় শুকাতে গেলে কালু দাস তাকে পেছন থেকে মুখে চেপে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় পুরোহিতের স্ত্রীর চিৎকার ও ধস্তাধস্তিতে কালু দাস পালিয়ে যান।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম নিউজবাংলাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। ঘটনার পর থেকে কালু দাস পলাতক আছেন। তাকে ধরতে অভিযান চলছে।'