বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাতক্ষীরায় ছিনতাই চক্রের ৯ জন গ্রেপ্তার

  •    
  • ১৪ জানুয়ারি, ২০২১ ১৫:৪৫

১২ ডিসেম্বর সাতক্ষীরা সদরের আনিসুর রহমান ও মিজানুর রহমান এবং দেবহাটার আজিবর রহমানের তিনটি ইজিবাইক ছিনতাই হয়। তাদের করা মামলায় নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরার ইজিবাইক ছিনতাই চক্রের নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া দুইটি ইজিবাইক।

বুধবার মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুর সদর থানার গোলাবাড়ি গ্রামের মিন্টু মাদবর, মাহবুব ব্যাপারী, রাসেল হাওলাদার, নয়াচর গ্রামের অন্তর ঢালী, শিবচর থানার সুমন ফরাজী, জাহাঙ্গীর ব্যাপারী এবং মুন্সিগঞ্জ জেলার রুবেল হোসেন, বোরহান ব্যাপারী ও মিজানুর রহমান।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, ১২ ডিসেম্বর সাতক্ষীরা সদর থানার ফয়জুল্লাহপুর গ্রামের আনিসুর রহমান, দক্ষিণ কামালনগর এলাকার মিজানুর রহমান ও দেবহাটার পারুলিয়া এলাকার আজিবর রহমানের তিনটি ইজিবাইক ছিনতাই হয়।

ভাড়া নেয়ার কথা বলে গন্তব্যে পৌঁছার আগেই চেতনানাশক স্প্রে ও তরল পদার্থ খাইয়ে চালকদের অজ্ঞান করে তাদের নির্জন জায়গায় ফেলে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এ ঘটনায় ইজিবাইকের মালিক আনিসুর রহমান ও মিজানুর রহমান সদর থানায় আলাদা দুইটি মামলা করেন।

সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল মাদারীপুর ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে নয় আসামিকে গ্রেপ্তার করে।

এ ছাড়া মুন্সিগঞ্জের লৌহজং থানার বনশেমন্ত গ্রাম থেকে উদ্ধার করা হয় দুইটি ইজিবাইক।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

এ বিভাগের আরো খবর