পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় কুষ্টিয়ায় আটটি ইটভাটা ভেঙে দেয়া হয়েছে।
কুমারখালীর শিলাইদহ ও যদুবয়রা ইউনিয়নে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম মাসরুবা ফেরদৌস।
ভেঙে ফেলা ইটভাটাগুলো হলো-শিলাইদহের কল্যাণপুরের মিরাজ শেখের মেসার্স ভাই ভাই ব্রিকস, যদুবয়রা ইউনিয়নের আরিফুল ইসলামের মেসার্স এসআরবি ব্রিকস, ফারুখ হোসেনের মেসার্স টিজেবি ব্রিকস, আল মামুনের মেসার্স সাগর ব্রিকস, আমিরুল ইসলামের মেসার্স একেবি ব্রিকস, আনোয়ার হোসেনের মেসার্স মহুয়া ব্রিকস, মো. করিম শেখের সৈনিক ব্রিকস ও সামছুলের মেসার্স নিয়াত ব্রিকস।
পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান নিউজবাংলাকে জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় দিনভর অভিযানে এগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে। প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা ভাটার আগুন নিভিয়ে দেন। এরপর ভেকু দিয়ে ভাটাগুলোর স্থাপনা গুঁড়িয়ে দিয়ে কাঁচা ইট নষ্ট করা হয়।