চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তিনটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। অনুমোদন না থাকায় ওই তিন ইটভাটাসহ পাঁচটিকে সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বুধবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সহযোগিতা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস। পরিবেশ অধিদপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফজারুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব নিউজবাংলাকে বলেন, ‘ইটভাটাগুলোর পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স নেই। কৃষি জমি ও পাহাড় থেকে মাটি কেটে ইট উৎপাদন করে আসছে এগুলো। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চট্টগ্রাম জেলার সকল অবৈধ ইটভাটা উচ্ছেদে আমাদের অভিযান চলবে।’
গালিব জানান. বুধবারের অভিযানে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের রানীরহাট এলাকার মদিনা ব্রিকস ম্যানুফ্যাকচারিং, বিসমিল্লাহ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ও সাদেক শাহ ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের কিলন গুড়িয়ে দেয়ার পাশাপাশি ১৫ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।
এ ছাড়া মদিনা ব্রিকস ম্যানুফ্যাকচারিংকে এক লাখ ৫০ হাজার, বিসমিল্লাহ ব্রিকস ম্যানুফ্যাকচারিংকে এক লাখ, সাদেক শাহ ব্রিকস ম্যানুফ্যাকচারিংকে দুই লাখ, মোহাম্মদিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিংকে এক লাখ ও আজমীর ব্রিকস ম্যানুফ্যাকচারিংকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।