বরিশালে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যার পর নিজ বাসা থেকে নাজমুল আকনকে গ্রেপ্তার করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার নিউজবাংলাকে জানান, এক মাস আগে নাজমুলের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৯ জানুয়ারি সকাল ১০টার দিকে ওই নারী নাজমুলের সঙ্গে দেখা করতে যান। ওই সময় নাজমুল তাকে তার ভাড়া ঘরে নিয়ে ধর্ষণ করেন।
বুধবার ওই নারী নাজমুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। একই সঙ্গে অভিযোগকারী নারীকে পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাজমুলের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ মাইচপাড়া গ্রামে। তিনি পল্লী বিদ্যুতের গৌরনদী জোনাল অফিসের আওতায় সরিকল সাবস্টেশনে লাইনম্যান পদে কাজ করেন।
গৌরনদী জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুলফিকার হায়দার চৌধুরী নিউজবাংলাকে জানান, নাজমুলকে বরখাস্ত করা হয়েছে।