বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকা থেকে হেরোইনসহ বাহাদুর ও সালাউদ্দিনকে আটক করা হয়। তাদের কাছ থেকে সাত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মানিকগঞ্জে দুই ব্যক্তির ছয় মাস করে কারাদণ্ড হয়েছে। তারা মাদক বিক্রি ও সেবন করতেন।
বুধবার বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন সদর উপজেলার দিঘী ইউনিয়নের মূলজান এলাকার বাহাদুর খান ও সালাউদ্দিন হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন নিউজবাংলাকে বলেন, বুধবার দুপুরে সদর উপজেলার মূলজান এলাকা থেকে হেরোইনসহ বাহাদুর ও সালাউদ্দিনকে আটক করা হয়। তাদের কাছ থেকে সাত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককের বিরুদ্ধে ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এরপর তাদের জেলহাজতে পাঠানো হয়।