পাটকেলঘাটার শাকদহা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা পলিথিন কারখানায় কাজ করতেন জুয়েল শেখ। সন্ধ্যার দিকে কারখানার মেশিন চলন্ত অবস্থায় পলিথিন কাটার ব্লেড ভেঙে তার মুখমন্ডল ও মাথায় লাগে।
সাতক্ষীরার পাটকেলঘাটায় পলিথিন কারখানায় কাটার ব্লেডের আঘাতে জুয়েল শেখ নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জুয়েল শেখ (২২) পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের ওয়াজেদ শেখের ছেলে।
পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, পাটকেলঘাটার শাকদহা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা পলিথিন কারখানায় কাজ করতেন জুয়েল শেখ। সন্ধ্যার দিকে কারখানার মেশিন চলন্ত অবস্থায় পলিথিন কাটার ব্লেড ভেঙে তার মুখমন্ডল ও মাথায় লাগে। মুহুর্তেই তার চোখের মনি বের হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় পলিথিন কারখানার মালিক মিলন সাধুকে আটক করা হয়েছে বলে জানান ওসি।