চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।
তিনি এতদিন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসাকে।
এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তনের লক্ষ্যে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
২০২০ সালের ২৩ মার্চ রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দায়িত্ব পান।
বুধবার সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।
সমুদ্রপথে কনটেইনার পরিবহনের ৯৮ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। চট্টগ্রাম বন্দরের ১২টি জেটি ব্যবহার করে কনটেইনার ওঠানো-নামানো হয়। স্বাভাবিক সময়ে বন্দরের বহির্নোঙর থেকে জেটিতে ভিড়তে প্রতিদিন গড়ে অপেক্ষায় থাকে ২০ থেকে ৩০টি জাহাজ। এর মধ্যে প্রতিদিন জেটিতে খালাস হয় আট থেকে ১০টি জাহাজ।
বিশ্বের ৬০টি সমুদ্রবন্দর আছে, যেগুলোয় বছরে ৩০ লাখ একক কনটেইনার ওঠানামা করে। সেই তালিকায় ২০১৯ সালে যোগ হয় দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্রবন্দরের নাম। তবে করোনার কারণে সেই তালিকা থেকে ছিটকে পড়ে চট্টগ্রাম বন্দর।