কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে রেজুখাল যৌথ চেকপোস্টে মোতায়েন বিজিবির সদস্যরা ১৩০ পিস ইয়াবাসহ একজন নারীকে আটক করেছে বিজিবি।
আটক নারী উখিয়া উপজেলার রুমখাঁ মনির মার্কেট এলাকার ফজল করিমের স্ত্রী খুরশিদা করিম (৪৮)। তিনি উখিয়া উপজেলার মহিলা আওয়ামী লীগের সাবেক নেত্রী ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ।
বুধবার দুপুরে চেকপোস্টে কক্সবাজারগামী যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশির সময় খুরশিদার ভ্যানিটি ব্যাগ থেকে ১৩০পিস ইয়াবা, তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন সেট ও নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
রেজুখাল যৌথ চেকপোস্টের নায়েক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালানো হয়। এরই অংশ হিসেবে ওই অটোরিকশায় তল্লাশি চালানো হয়। আটককৃত নারীকে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।