বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল গৃহবধূর

  •    
  • ১৩ জানুয়ারি, ২০২১ ১৯:৩৩

আরিচাগামী অটোরিকশার সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে বিথী আক্তার গুরুতর আহত হন। অটোরিকশায় থাকা আরও পাঁচ যাত্রীও আহত হন।

মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন।

ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাচঁ জন গুরুতর আহত হয়েছেন।

নিহত বিথী আক্তার ঘিওর উপজেলার গোয়ালজান গ্রামের শ্রমিক সোহেল রানার স্ত্রী।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ বাসুদেব সিনহা জানান, আরিচাগামী অটোরিকশার সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে বিথী আক্তার গুরুতর আহত হন। অটোরিকশায় থাকা আরও পাঁচ যাত্রীও আহত হন। পরে তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে বিথীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

বাসুদেব সিনহা আরও জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।

এ বিভাগের আরো খবর