৯৯৯ ও বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর বিভাগকে ১৩টি মোটরসাইকেল দেয়া হয়েছে।
বুধবার সকালে পাঁচলাইশ মডেল থানার সামনে এক অনুষ্ঠানে এসব মোটরসাইকেল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
১৩টি মোটরসাইকেলের মধ্যে একটি দিয়েছে এলবিয়ন গ্রুপ।
এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত বলেন, ‘জাতীয় হেল্পলাইন ৯৯৯-এ সেবা দিতে পুলিশদের দ্রুত ঘটনাস্থলে যেতে হয়। এ জন্য মোটরসাইকেল ব্যবহারের বিকল্প নেই। এই কাজে সহযোগী হতে পেরে আমরা আনন্দিত।’
যারা মোটরসাইকেলগুলো দিয়েছেন, অনুষ্ঠানে তাদের ধন্যবাদ জানিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার মোস্তাক আহমেদ, উপপুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাকসহ আরও অনেকে।