ঢাকার ধামরাইয়ে একজন কবিরাজের কাছে এসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত ওই কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে ওই তরুণী কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিলে উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট দক্ষিণপাড়া এলাকা থেকে ওই কবিরাজকে আটক করা হয়।
বুধবার দুপুরে ভুক্তভোগী তরুণীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়েছে বলে জানান তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ।
গ্রেপ্তার কবিরাজ আব্দুর ছালামের (৪৫) বাড়ি উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট দক্ষিণপাড়া এলাকায়।
মামলার এজাহারে বলা হয়, ওই তরুণীর সঙ্গে কাতার প্রবাসী এক ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। গত ২০ দিন ধরে ওই ছেলে তার (তরুণী) সঙ্গে মোবাইলে যোগাযোগ করা বন্ধ করে দেয়। এ বিষয় নিয়ে গতকাল বিকেলে ওই তরুণী কথিত কবিরাজ আব্দুর ছালামের কাছে গিয়ে সমাধান চান। পরে কথিত ওই কবিরাজ কৌশলে তরুণীকে ধর্ষণ করেন।
এসআই আবু সাঈদ জানান, ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।