খুলনা নগরীর লবনচরা থানা এলাকায় ছুরিকাঘাতে মো. শফিকুল ইসলাম নামে পুলিশের এক সোর্স নিহত হয়েছেন।
শহরের দক্ষিণ মোল্লাপাড়া মোমবাতি গলিতে মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তার আরও দুই জন।
নিহত মো. শফিকুল ইসলাম ফুলতলা উপজেলার উত্তর অলকা গ্রামের বাসিন্দা।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ডিসি বিএম নুরুজ্জামান জানান, মঙ্গলবারে গোপন খবরের ভিত্তিতে খুলনা মহানগর ডিবির একটি দল ও তিন জন সোর্সসহ লবনচরা থানাধীন বান্দা বাজার এলাকার বাহাদুর লেনে ইয়াবা বিক্রেতাদের কাছে ক্রেতা ছদ্মবেশে ইয়াবা কিনতে যান।
ডিবির অভিযানের বিষয়টি টের পেয়ে ইয়াবা বিক্রেতা চক্রের সদস্যরা অতর্কিত তাদের ওপর হামলা চালায়। এতে ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক ইমরান, সোর্স মনির ও শফিকুল গুরুতর আহত হন।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে আহত তিন জনকে ডিবি পুলিশ খুলনা মেডিক্যালে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন আর অন্য দুই জন চিকিৎসাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরদার বলেন, ‘আমরা এ ঘটনার তদন্ত করছি। মাদক কারবারিদের ধরতে চেষ্টা অব্যাহত থাকবে।’