নড়াইলের কালিয়া উপজেলা থেকে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
উপজেলার পিরোলী ইউনিয়ন বাজার থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
তারা হলেন যশোরের অভয়নগর উপজেলার চন্দ্রাপুর গ্রামের আরমান মোল্লা ও একই গ্রামের আলিফ খান।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দীন জানান, ওই দুই মাদক ব্যবসায়ী প্রায় প্রতি সপ্তাহে জেলার বাইরে থেকে এসে পিরোলী এলাকায় মাদক বিক্রি করত। গোপন সূত্রে তথ্য পেয়ে তাদের গ্রেপ্তারের জন্য ডিবিকে দায়িত্ব দেন তিনি।
এসপি আরও জানান, মঙ্গলবার রাতে ইয়াবা বিক্রির সময় পিরোলী বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে ওই দুই জনকে হাতেনাতে ধরা হয়। তাদের মধ্যে আরমার মোল্লার কাছ থেকে ৫০ পিস ও তার সঙ্গী আলিফ খানের কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে কালিয়া থানায় মামলা হয়েছে।