বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক নার্সকে না পেয়ে আরেক নার্সকে মারধরের অভিযোগ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ জানুয়ারি, ২০২১ ১৩:০৮

চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগে নার্স বলেন, তাকে না পেয়ে আরেক নার্সকে মারধর করেন শিশু ওয়ার্ডের এক রোগীর স্বজন জাকারিয়া।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক রোগীর স্বজনের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ উঠেছে।

শিশু ওয়ার্ডে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন হাসপাতালটির সিনিয়র স্টাফ নার্স রেহানা আক্তার।

হামলার ঘটনায় রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন বলে নিউজবাংলাকে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান।

অভিযোগে তিনি বলেন, ঘটনার সময় শিশু ওয়ার্ডের ডিউটিতে ছিলেন তিনি ও রেশমা আক্তারসহ কয়েক জন নার্স। অন্য রোগীর সেবায় ব্যস্ত থাকায় তিনি নার্সদের কক্ষে ছিলেন না।

সে সময় ওই ওয়ার্ডের ১১ নম্বর বেডের রোগীর বাবা জাকারিয়া হোসেন নার্সদের কক্ষে গিয়ে তাকে (রেহানা) খুঁজে না পেয়ে ক্ষুব্ধ হন। এ নিয়ে তর্কাতর্কি হয় সেখানে থাকা রেশমার সঙ্গে। এক পর্যায়ে রেশমাকে ঘুষি মারেন জাকারিয়া।

খবর পেয়ে মারধরের বিষয়ে জানতে গেলে তাকেও জাকারিয়া মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ রেহানার।

জেলা সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান জানান, ঘটনা শোনার পর পরই তিনি হাসপাতালে যান। তবে অভিযুক্তকে সেখানে পাওয়া যায়নি। মারুফ খোঁজ নিয়ে জানতে পারেন, রোগীকে নিয়ে জাকারিয়া অন্য হাসপাতালে চলে যান।

ওসি জিহাদ জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর