মানিকগঞ্জে মামি ও মামাতো বোনকে ধর্ষণের দায়ে আওলাদ হোসেন নামে এক ব্যক্তিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মানিকগঞ্জের নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন মঙ্গলবার বিকেলে আসামির অনুপস্থিতে এ রায় দেন।
দণ্ডিত আওলাদ হোসেনের বাড়ি শিবালয় উপজেলার উত্তরখানপুর গ্রামে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি আয়নাল হোসেন ও আমজাদ মিয়াকে খালাস দিয়েছে আদালত।
মামলায় বলা হয়, ২০১১ সালের ২৭ জুন রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার এক গ্রামে মা-মেয়েকে ধর্ষণ করেন আওলাদ হোসেন। দুঃসম্পর্কের ভাগিনা আওলাদ জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে মামিকে ধর্ষণের পর তার মেয়েকেও ধর্ষণ করেন। পরে দেড় ভরি সোনা ও ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। পরদিন দুপুরে তাদের জ্ঞান ফিরলে মোবাইল ফোনে তারা প্রতিবেশীদের সাহায্য চান। তারা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় পরে আওলান হোসন, আয়নাল হোসেন ও আমজাদ মিয়াকে আসামি করে শিবালয় থানায় মামলা করেন ওই নারীর স্বামী।
মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। রায়ে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।