দ্বিতীয় বিয়েতে সম্মতি না দেয়ায় নিজের মাকে হত্যার দায়ে মন্তাজুল আলম নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের জজ আব্দুল মান্নান মঙ্গলবার দুপুর এ রায় দেন।
মন্তাজুল আলম রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থাবাড়ি গ্রামের সোলায়মান আলীর ছেলে।
মামলায় বলা হয়, মন্তাজুল আলম বেকার ও মাদকাসক্ত হওয়ায় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান। গত ৩ মার্চ মন্তাজুল দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা তার মা মেহেরজানকে জানান। সম্মতি না দেয়ায় ঘরের মধ্যে নামাজরত অবস্থায় মাকে কুঁড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মন্তাজুল। এ ঘটনায় তার বাবা সোলায়মান রাজারহাট থানায় হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডের পরপরই স্থানীয়রা মন্তাজুলকে ধরে পুলিশে দেয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট এরশাদুল হক চৌধুরী শাহিন ।