মৌলভীবাজারের বড়লেখায় ইটভাটা থেকে এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।
মঙ্গলবার দুপুরে নিজবাহাদুরপুর ইউনিয়নের কবিরা এলাকায় ইট ভাটার পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত শামীম আহমদ নিজবাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ৩ নম্বর নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন শামীম। অনেক রাতেও বাড়ি না ফিরলে শামীমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন পরিবারের স্বজনরা। কিন্তু অনেক খোঁজাখুঁজির করেও খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। মঙ্গলবার সকালে কবিরা গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় দুইটি শিশু গরু চরাতে গিয়ে শামীমের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে। তার পাশে মোবাইল ফোনে রিং বাজতে দেখে এক শিশু ফোনটি রিসিভ করে শামীমের মরদেহ পড়ে থাকার কথা জানায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বড়লেখা থানার উপ-পরিদর্শক আতাউর রহমান নিউজবাংলাকে জানান, শামীমের পারিবার জানিয়েছে অনেকদিন ধরেই শামীম হৃদরোগে ভুগছিলেন। তার জ্যাকেটের পকেটে ইনহেলার পাওয়া গেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার নিউজবাংলাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।