চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সহায়তায় জোড়া লাগানো দুই নবজাতককে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
শিশু দুটিকে নিয়ে মঙ্গলবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিদিরপুর মহল্লার বাসা থেকে তার পরিবারের সদস্যরা রওনা হন।
তাদের বাবা হোটেল শ্রমিক মোহাম্মদ রুবেল নিউজবাংলাকে জানান, সোমবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে জোড়া লাগানো দুই শিশুর জন্ম দেন তার স্ত্রী আঙ্গুরী বেগম। শিশু দুটির একটি ছেলে, অন্যটি মেয়ে। হাত-পা সব আলাদা হলেও নাভির কাছে জোড়া লাগানো।
হাসপাতালের চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নিয়ে যাওয়ার জন্য ছাড়পত্র দেন। কিন্তু আর্থিক সঙ্কটের কারণে রুবেল সোমবার দুপুরে সন্তান নিয়ে বাড়ি ফিরে যান।
বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সকালে তাদের বাড়ি যান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। তিনি রুবেলের হাতে ৫০ হাজার টাকা ও কম্বল তুলে দেন। এ ছাড়া ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তির প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
রুবেলের হাতে ৫০ হাজার টাকা ও কম্বল তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক। ছবি: নিউজবাংলা
মঞ্জুরুল হাফিজ নিউজবাংলাকে জানান, ‘আমি বিএসএমএমইউয়ের পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছি। ওখানে বাচ্চা দুটো সঠিক চিকিৎসা পাবে।’
বাচ্চা দুটির মা এখনও রামেকে চিকিৎসাধীন। এই দম্পতির আরও দুটি ছেলে আছে।