বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভবন ভাঙার সময় দেয়াল ধস, প্রাণ গেল স্কুলছাত্রীর

  •    
  • ১২ জানুয়ারি, ২০২১ ১৫:৫১

নিহত কিশোরীর মা জানান, বোন ও মেয়ের সঙ্গে তিনি জিরানী বাজার এলাকায় ডাক্তারের কাছে যাচ্ছিলেন। পথে ওই ভবনের দেয়াল তাদের উপর ধসে পড়ে।

ঢাকার সাভার উপজেলায় পুরনো একটি ভবন ভাঙার সময় দেয়াল ধসে পড়ে হ্যাপি আক্তার মিনা নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

উপজেলার আশুলিয়ার জিরানী এলাকায় কোরিয়া-মৈত্রী হাসপাতালের পাশের কলোনিতে মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় আহত হয়েছে আরও চার পথচারী। তারা হলেন নিহত কিশোরীর মা রেখা আক্তার ও খালা রোকেয়া বেগম, চা দোকানী আলম হোসেন এবং পথচারী সাজ্জাদুর রহমান।

তারা পাশের কোরিয়া-মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহত স্কুলছাত্রী হ্যাপি আক্তার মিনা

নিহত হ্যাপির বাড়ি কুষ্টিয়া সদর থানার পূর্ব রাতুলপাড়া গ্রামে। সাভারের শিমুলিয়া ইউনিয়নের কোণাপাড়া মহল্লায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত ১৩ বছরের ওই কিশোরী। সে স্থানীয় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম নিউজবাংলাকে জানান, জিরানী এলাকার ওই পুরনো এক তলা ভবনটি ভাঙার সময় রাস্তার পাশের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই কিশোরীর মৃত্যু হয়।

নিহত কিশোরীর মা রেখা জানান, বোন ও মেয়ের সঙ্গে তিনি জিরানী বাজার এলাকায় ডাক্তারের কাছে যাচ্ছিলেন। পথে ওই ভবনের দেয়াল তাদের উপর ধসে পড়ে।

আশুলিয়া থানার পরিদর্শক আব্দুর রশিদ জানান, হ্যাপীর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ভবনটির মালিক আলী হোসেন পলাতক। এ ঘটনায় তার কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। দোষ প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর