বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২২ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  •    
  • ১১ জানুয়ারি, ২০২১ ২২:৪০

পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ১৯৯৮ সালে উপজেলার তিলাটিয়া গ্রামের আবদুস সোবহানের ছেলে শহীদ মিয়া (৪৬) তার প্রতিবেশী ইদ্রিস আলীকে হত্যা করেন। সে সময় এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়। তাতে শহীদ মিয়াকে আসামি করা হয়।

ময়মনসিংহের তারাকান্দায় ২২ বছর পর একটি হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার গভীর রাতে তাকে ঢাকা জেলার দোহারের বানিঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ১৯৯৮ সালে উপজেলার তিলাটিয়া গ্রামের আবদুস সোবহানের ছেলে শহীদ মিয়া (৪৬) তার প্রতিবেশী ইদ্রিস আলীকে হত্যা করেন। সে সময় এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়। তাতে শহীদ মিয়াকে আসামি করা হয়।

পুলিশ তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘদিন শুনানি শেষে আদালত ২০০৩ সালে মামলার রায় দেন। রায়ে মো. শহীদ মিয়াকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ডের আদেশ দেয় আদালত ।

এদিকে, ঘটনার পরপরই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান শহীদ। এরপর আর তাকে খুঁজে পায়নি পুলিশ। আসামি নিজের নাম, পরিচয় পরিবর্তন করে আত্মগোপন করে থাকেন।

২০০৩ সালে আদালত থেকে সাজা পরোয়ানা পুলিশের কাছে গেলেও পলাতক থাকা মো. শহীদ মিয়াকে কোনোভাবেই গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের গত একমাস ধরে প্রযুক্তি ও অন্যান্য মাধ্যমে আসামি শহীদের সন্ধানে প্রচেষ্টা চালান।

অবশেষে ২২ বছর পর গত রোববার রাতে তারাকান্দা থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকা জেলার দোহারের বানিঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শহীদ মিয়াকে।

তারাকান্দা থানার ওসি মো. আবুল খায়ের বলেন, দীর্ঘ ২২ বছর পলাতক ছিলেন ওই আসামি। গ্রেপ্তারের পর আমরা জানতে পারি, আসামি শহীদ মিয়া নিজের নাম পরিবর্তন করে ওই এলাকায় নতুন করে আলী নাম ধারণ করেছিলেন। তিনি বানিঘাটা এলাকায় বিয়ে করেন। জমিজমা কিনে সেখানেই সংসার পাতেন। গ্রেপ্তারের পর সোমবার বিকেলে মো. শহীদ মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর