রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডলকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
করোনাকালীন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, সোমবার সকালে ইউনিয়নের চাতাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর দুপুর আড়াইটার দিকে তাকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস কুমার সরকার নিউজবাংলাকে জানান, ২০২০ সালের ৯ এপ্রিল ভেন্ডাবাড়ি থেকে গাইবান্ধার সাদুল্লাহপুরে পাচারের সময় গুঞ্জিপাড়া নামক স্থান থেকে সরকারী খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৯০ বস্তা চালসহ একটি ট্রাক্টর আটক করে পুলিশ। তখন ট্রাক্টরচালক ইসমাইল, সহায়তাকারী রিয়াদ ও শ্রমিক জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রশীদ বাদী হয়ে একটি মামলা করেন।
ওই মামলার তদন্তে ঘটনার হোতা হিসাবে তৎকালীন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন মন্ডলের নাম উঠে আসে ।
রংপুর আদালতের পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা নিউজবাংলাকে বলেন, মঞ্জুর হোসেন মন্ডলকে পীরগঞ্জ আমলী আদালত-২ এ নেয়া হলে বিচারক শহিবুর রহমান শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা তাকে কারাগারে পাঠিয়েছি।