নরসিংদীতে সেঞ্চুরি এগ্রো লিমিটেডের বিক্রয় কর্মকর্তা নাইমুর রহমান খুন হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শহরের ভেলানগর বাজার সংলগ্ন চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে হেলমেট পরা অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, ভোর ৫টার দিকে রাস্তায়ই খুন হন তিনি।
সেখান থেকে নাইমুরের মোটরসাইকেলও উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত চৌধুরী।
নাটোরের তারানগর গ্রামের শফিকুর রহমানের ছেলে নাইমুর সেঞ্চুরি এগ্রো লিমিটেডের নরসিংদী অঞ্চলের বিক্রয় কর্মকর্তা ছিলেন বলে নিশ্চিত করেছেন এরিয়া ম্যানেজার মৃদুল কান্তি শর্মা।
তিনি জানান, নাইমুর আড়াই মাস আগে তাদের কোম্পানিতে নরসিংদী জোনের বিক্রয় কর্মকর্তা হিসেবে কাজে যোগ দেন। তিনি শহরের ভেলানগরে ঢাকা বাসস্ট্যান্ডের পেছনের মেসে ভাড়া থাকতেন।
ওসি বিপ্লব জানান, ভোর সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। তার বুকের বাম পাশে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।