কিশোরগঞ্জের ভৈরবে একটি বাসে আগুনে পুড়ে মারা গেছেন চালক আবুল হোসেন। আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন বলে জানান ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিবুল হাসান।
ভৈরবের দুর্জয় মোড় সংলগ্ন বঙ্গবন্ধু স্মরণী এলাকায় সোমবার ভোর চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাকে স্টেশন অফিসার রাকিবুল বলেন, বিসমিল্লাহ পরিবহনের ওই বাসটিতে ভোরে আগুন জ্বলতে দেখে খবর দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
ভৈরবে রাস্তার পাশে দাড়িয়ে থাকা বাসে লাগে আগুন। ছবি: নিউজবাংলা
পরে পুড়ে যাওয়া বাসের ভেতর থেকে আবুল হোসেনের মরদেহ উদ্ধার করেন তারা। আবুলের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলায় বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
তিনি বলেন, রাস্তার পাশে বাসটি পার্ক করে রেখেছিলেন চালক আবুল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ভেতর কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছিলেন আবুল। সেখান থেকেই কোনোভাবে আগুন লাগে। তা দ্রুত ছড়িয়ে পড়ায় বের হতে পারেননি চালক।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হবে বলে জানান ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা।