ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলা জজ কোর্টের কর্মচারী আব্দুস সোবাহান ও রুবেল আমিন সরকার।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, পীরগঞ্জ রেললাইন পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মোক্তারুল ইসলাম জানান, দ্রুতযান এক্সপ্রেসটি পঞ্চগড় থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি পীরগঞ্জ রেল ক্রসিং পার হওয়ার সময় সোবাহান ও রুবেলের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা লাইনের ওপর পড়ে যায়। পরে ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায়।
দিনাজপুর রেলওয়ে পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে বলেও জানান তিনি।