বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অপেক্ষা শেষ হচ্ছে খুলনার সংস্কৃতিকর্মীদের

  •    
  • ১১ জানুয়ারি, ২০২১ ১১:১৯

জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব সুজিত কুমার সাহা জানান, মহাপরিচালকের দপ্তর থেকে নির্দেশনা দেয়া হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।

খুলনায় সংস্কৃতিকর্মীদের অনেকদিনের আন্দোলনের ফসল শিল্পকলা একাডেমির নির্মাণ কাজ প্রায় শেষ। এখন অপেক্ষা উদ্বোধনের।

ভবনটির নির্মাণ কমিটির সদস্য মকবুল হোসেন মিন্টু জানান, ভবনের বৈদ্যুতিক ও আনুষঙ্গিক যন্ত্রপাতি লাগানোর কাজ চলছে এখন। দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন শিল্পকলা একাডেমি হতে যাচ্ছে এটি।

করোনা পরিস্থিতির কারণে কিছুটা দেরি হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগির ভার্চুয়ালি এর উদ্বোধন করবেন বলে জানান তিনি।

জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব ও জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহাও জানান, মহাপরিচালকের দপ্তর থেকে নির্দেশনা দেয়া হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।

২০১১ সালের ৫ মার্চ নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠের জনসভায় অন্যান্য উন্নয়ন প্রকল্পের পাশাপাশি শিল্পকলা একাডেমি নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৫ সালের ৬ ডিসেম্বর সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রায় এক একর জমির ওপর ২০১৬ সালের ১০ জুন শুরু হয় শিল্পকলা একাডেমির নির্মাণ কাজ।

খুলনা শিল্পকলা একাডেমি ভবনের একাংশ। ছবি: নিউজবাংলা

খুলনার আবৃত্তি শিল্পী সালমান মেহেদী মুকুট বলেন, ‘খুলনায় শিল্পচর্চার কোন সুযোগ ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত স্বদিচ্ছার কারণে আমরা শিল্পকলা একাডেমিটি পেয়েছি।‘

জেলার সাংস্কৃতিক কর্মী সাবিত্রী গাইন বলেন, ‘শিল্পকলা একাডেমি আমাদের বহুদিনের দাবিতে প্রতিষ্ঠিত প্রাণের একটি সংগঠন। এখানকার যে স্থাপত্য শৈলী রয়েছে সেটা একেবারেই আলাদা। বিশেষত পানির উপর নির্মিত মুক্তমঞ্চটি একটি আলাদা মাত্রা যোগ করেছে।‘

তবে দৃষ্টিনন্দন ভবনটি এখন অরক্ষিত পরে আছে বলে জানালেন সংস্কৃতিকর্মীরা।

জেলার আবৃত্তি সমন্বয় মঞ্চের আহ্বায়ক কাজল ইসলাম বলেন, ‘শিল্পকলা আমাদের দীর্ঘদিনের আরাধনার ফসল। এতদিনে আমরা সাংস্কৃতিক চর্চার জন্য একটি জায়গা পেয়েছি। কিন্তু ভবন নির্মাণ হলেও জনবলের অভাবে এখনও এটা অনেকটা অরক্ষিত।‘

ভবনটির সুরক্ষায় প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানিয়েছেন তিনি।

এ বিভাগের আরো খবর